বাংলার খবর
ক্যানিং মহকুমা হাসপাতালে ১৪ চিকিৎসক-সহ ৪১ জন পজেটিভ! পিছিয়ে দেওয়া হল সমস্ত অস্ত্রোপচার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আক্রান্ত হচ্ছেন একের পর এক প্রথম সারির যোদ্ধারাও। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়েই চলেছে।
এবার করোনা থাবা বসাল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে ১৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৪ জন অ্যানাস্থেটিস্ট করোনা পজেটিভ। ফলে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যথেষ্ট প্রভাব পড়েছে। সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত অস্ত্রোপচার। এমনকি, অস্ত্রোপচার করে প্রসবও বন্ধ রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।