দেশের খবর
পঞ্জাবে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী চন্নি, সিধু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের মধ্যে অন্যতম পঞ্জাব। পাঁচ রাজ্যের মধ্যে পঞ্জাবে কংগ্রেস কিছুটা ভালো অবস্থায় রয়েছে। সুতরাং পঞ্জাবে ফের ক্ষমতা ধরে রাখার জন্য কংগ্রেস ঝাঁপাবে, বলাই বাহুল্য।
আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দল, বিজেপি লড়াই করার চেষ্টা করছে। প্রত্যেক দল নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে। কংগ্রেস ঘর গুছিয়ে পঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ৮৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল। প্রার্থী হচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরঞ্জিত সিং চন্নি এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজৎ সিং সিধু। সিধু এবং চন্নি তাঁদের পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। চন্নি রূপনগর জেলার চমকউর সাহিব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এবং নভজৎ সিং সিধু অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
গত কয়েকদিন আগে কংগ্রেসে যোগ দেওয়া অভিনেতা সোনু সুদের বোন মালবিকাকেও টিকিট দেওয়া হয়েছে। মালবিকাকে প্রার্থী করা হয়েছে মোগা আসনে। বেশিরভাগ বিধায়ক এবং মন্ত্রীদের টিকিট দেওয়া হয়েছে। পঞ্জাবের প্রাক্তন দুই উপমুখ্যমন্ত্রী সুখজেন্দ্র এবং ওমপ্রকাশকেও তাঁদের পুরনো কেন্দ্র থেকে যথাক্রমে ডেরা এবং অমৃতসর সেন্ট্রাল আসন থেকে প্রার্থী করা হয়েছে। আগামি ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে এক দফায় নির্বাচন। পঞ্জাবে দ্বিতীয়বার কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারে কিনা আগামি ১০ মার্চ তা জানা যাবে।