পার্লামেন্টে কন্নড় ভাষায় বক্তৃতা দান, কানাডার সাংসদের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
Connect with us

আন্তর্জাতিক

পার্লামেন্টে কন্নড় ভাষায় বক্তৃতা দান, কানাডার সাংসদের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কথায় বলে মাটি থেকে যতই উপরে ওঠো না কেন, শিখরকে কখনো ভুলে যেও না। তেমনই কানাডার এক সাংসদ সংসদে দাঁড়িয়ে যা করলেন তাতে ধন্য-ধন্য পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, কানাডার সাংসদ চন্দ্র আর্য সংসদে বক্তৃতাকালে তার মাতৃভাষা কন্নড় ভাষায় তিনি কথা বলেন। শুধু তাই নয়, সংসদে দাঁড়িয়ে নিজের মাতৃভাষায় বক্তব্য পেশ সাংসদের এমন কাজ অনেকের মন জয় করে নিয়েছে।

শুধু তাই নয়, সাংসদ চন্দ্র আর্য কানাডার সংসদে দাঁড়িয়ে যখন নিজের কর্ণাটক মাতৃভাষা ‘কন্নড়’-এ বক্তৃতা দিচ্ছিলেন সেই মুহুর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একজন সাংসদের মাতৃভাষার প্রতি এত আবেগ আর টান দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: বিমানসেবিকাকে যৌন নির্যাতন, এলনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Advertisement

ওই সাংসদ টুইটারে লিখেছেন, “ভারতের বাইরে বিশ্বের কোনও সংসদে এই প্রথম কন্নড় কথা বলা হচ্ছে। এত সুন্দর এই ভাষার একটি লম্বা ইতিহাস আছে। প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন।”

কানাডার পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি তাঁর মাতৃভাষা কন্নড় ভাষায় কথা বলতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি কানাডায় বসবাসরত পাঁচ কোটি কন্নড়ীদের জন্য এটিকে একটি গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, এদিন সংসদে তাঁর বক্তব্য তিনি কবি কুভেম্পুর লেখা এবং ডঃ রাজকুমারের গাওয়া একটি গানের লাইন দিয়ে শেষ করেন। যেটিতে বলা হয়েছে, “আপনি যেখানেই থাকুন না কেন, সর্বদা কান্নাডিগা থাকুন।”

আরও পড়ুন: এবার থেকে ভোট দেবেন রিপাবলিকান পার্টিকে, হঠাৎ কেন এমন বললেন এলন

Advertisement

এদিকে কর্ণাটকের উচ্চ শিক্ষামন্ত্রী `ডাঃ সি এন অশ্বথনারায়া এই ভিডিয়োটি শেয়ার করেছেন এবং সংসদে কন্নড় ভাষায় কথা বলার জন্য কানাডার এমপির প্রশংসাও করেছেন তিনি। উল্লেখ্য, চন্দ্র আর্য প্রথমবার ২০১৫ সালে এবং ২০১৯ সালে দ্বিতীয়বার কানাডার পার্লামেন্টে নির্বাচিত হন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.