এবার থেকে ভোট দেবেন রিপাবলিকান পার্টিকে, হঠাৎ কেন এমন বললেন এলন
Connect with us

আন্তর্জাতিক

এবার থেকে ভোট দেবেন রিপাবলিকান পার্টিকে, হঠাৎ কেন এমন বললেন এলন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এলন মাস্ক। টেসলার কর্ণধারের এক টুইটে তোলপাড় পড়ে যায় গোটা দুনিয়ায়। কী টুইট করলেন তা জানতে মুখিয়ে থাকেন আট থেকে আশি।

বৃহস্পতিবার ফের এক টুইট বার্তা দিয়ে সংবাদ শিরোনামে চলে এসেছেন তিনি। এদিন সকালে পোস্ট করা এক টুইট বার্তায় তিনি বলেন, ”অতীতে আমি ডেমোক্র্যাট পার্টিকে ভোট দিয়েছি। কারণ আগে তাঁরা ছিল খুবই দয়ালু-উদার মানবিকতার। কিন্তু বর্তমানে তাঁদের মধ্যে চলে এসেছে বিভেদের রাজনীতি। তাই তো আমি আমার ভোট এবার থেকে রিপানলিকান পার্টিকে দেবো বলে ঠিক করেছি।”

এলন মাস্কের মুখে রিপাবলিকান পার্টির গুণগান শোনার বেশ কিছুদিন আগেই ৫০ বছর বয়সী এই ধনকুবের টুইটার থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যান করে দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে মাস্কের এহেন মন্তব্য যে বেশ তাৎপর্য পূর্ণ তা মনে করছে আন্তর্জাতিক মহল।

Advertisement

আরও পড়ুন: টুইটারে কেনা স্থগিত রাখলেন এলন মাস্ক

বিলিয়নেয়ারদের ট্যাক্স করার এবং ইউনিয়ন-নির্মিত বৈদ্যুতিক যানবাহনে আরও কর দেওয়ার প্রস্তাবের জন্য মাস্ক বিডেন প্রশাসন এবং ডেমোক্র্যাটদের সোচ্চার সমালোচক ছিলেন। উল্লেখ্য টেসলার ইউএস কারখানায় কোনও ইউনিয়ন নেই।

উল্লেখ্য, এলন মাস্কের টুইটে উত্তাল দুনিয়া। ভুয়ো অ্যাকাউন্ট আছে কতগুলি? যতক্ষণ না পর্যন্ত তা গণনার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত Twitter কিনছেন না বলে ক’দিন আগেই ঘোষণা করছিলেন এলন মাস্ক।

Advertisement

জানা গিয়েছে, টুইটারে স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের গ্রাহক সংখ্যা মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশেরও কম। কিন্তু এই যুক্তির স্বপক্ষে যতদিন না পর্যন্ত কোনও প্রামাণ্য নথি পাচ্ছেন এলন ততদিন পর্যন্ত তিনি টুইটার কেনা স্থগিত রাখবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

প্রিমার্কেট ট্রেডিংয়ে সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ার ২০ শতাংশ কমেছে। টুইটার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সোশ্যাল মিডিয়া কোম্পানি এই মাসের শুরুতে অনুমান করেছিল যে, ভুয়ো বা স্প্যাম অ্যাকাউন্টগুলি প্রথম ত্রৈমাসিকে তার নগদীকরণযোগ্য দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করেছে।

Advertisement

আরও পড়ুন:  ব্যাতিক্রমী যুগের সমাপ্তি, প্রয়াত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

আরও বলা হয়েছে যে, মাস্কের সঙ্গে চুক্তি বন্ধ না হওয়া পর্যন্ত এটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়েছে, যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কিনা সেই প্রশ্নও উঠেছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.