বাংলার খবর
কোচবিহারে বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকদিন ধরেই অভিযোগ আসছিল কোচবিহারের বেশ কিছু যায়গায় অবাধে চলছে বেআইনি গাঁজার চাষ। আর এই বিষয়ে অনেকেই আঙ্গুল তোলে জেলার প্রভাবশালীদের দিকে। জেলার প্রভাবশালীরা সরাসরি এই ব্যবসার সাথে যুক্ত।
প্রভাবশালীরা অন্যের চাষের জমি ব্যবহার করে এই কারবার করে। পুলিশের তরফ থেকে নিষিদ্ধ গাঁজা চাষের বিষয়ে মানুষকে সচেতন করা হলেও কিন্তু কোনও সুরাহা হয়নি। ফলে এবার অভিযানে নামল প্রশাসন। প্রশাসনের কাছে খবর আসে দিনহাটা এবং সিতাইয়ের বেশ কিছু চাষের জমিতে গাঁজা চাষ হচ্ছে। খবর পাওয়া মাত্র বুধবার সকালে দিনহাটার এসডিপিও, দিনহাটা থানার পুলিশ, সিতাই থানার পুলিশ এবং আফগারি দফতরের বিশাল বাহিনী যৌথ ভাবে এই অভিযান চালায়।
বেশ কয়েক বিঘা জমিতে চাষ করা গাঁজা গাছ কেটে ফেলা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এতো চাষের জমিতে গাঁজা চাষ দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন আধিকারিকরা। তারা বলেন এই বিশাল জমিতে গাঁজা চাষ না করে ফসলের চাষ করলে জমিওালার উপকৃত হত। আগামি দিনে গাঁজা চাষ বন্ধ করার জন্য তাদের অভিযান চলবে বলে জানিয়েছেন আধিকারীকরা।