অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থী শিবির, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু
Connect with us

দেশের খবর

অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থী শিবির, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অমরনাথে আবারও বিপর্যয়। হঠাৎই মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থীদের ২৫ ক্যাম্প। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা ও কালিমাতার মাঝে হড়পা বানে এই দুর্ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০ জন পুন্যার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন পুরুষ এবং তিনজন মহিলাকে সনাক্ত করা গিয়েছে। নিখোঁজ প্রায় কুড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় প্রায় দশ থেকে বারো হাজার পূণ্যার্থী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করেছে এনডিআরএফ, এসডিআরএফ-এর দল।পৌঁছেছে ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আহত পুণ্যার্থীদের চিকিৎসার জন্য আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথ গুহার উপর থেকে হঠাৎ করেই প্রবল বেগে জলস্রোত নামতে শুরু করে। ঘটনাটির একটি ভিডিয়ও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তাতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে জল ঢুকছে পুণ্যার্থী শিবিরে।

শুক্রবার বিকালে পহলগাঁও পুলিশ কনট্রোল রুমের তরফে প্রথম এই মেঘভাঙা বৃষ্টিতে পুন্যার্থীদের ক্যাম্প ভেসে যাওয়ার খবর জানানো হয়। ঘটনার পরই স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। গোটা বিষয়টি এবং উদ্ধারকার্য নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন বলেও জানা গিয়েছে। তবে জলের তোড়ে অমরনাথ ক্যাম্পের কয়েকটি লঙ্গরখানা ভেসে গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার।

Advertisement

করোনার কারণে গত দু’বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছে এবারের অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত এক লাখেরও বেশি পূণ্যার্থী অমরনাথ দর্শন করে ফিরে গিয়েছেন। কিন্তু প্রথম থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে এবারের যাত্রা। খারাপ আবহাওয়ার জন্য দু’দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রা। পুণ্যার্থীদের পহলগাঁয়ের নুনওয়ান বেস ক্যাম্প থেকে আগে যেতে দেওয়া হচ্ছিল না বলেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বালতাল বেস ক্যাম্পেও আটকে দেওয়া হয়েছিল পুন্যার্থীদের। শুক্রবার আবহাওয়ার উন্নতি হওয়ায় যাত্রার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু, বিকালেই ঘটল এই দুর্ঘটনা। এবারের অমরনাথ যাত্রা শেষ হবে আগামী ১১ আগস্ট অর্থাৎ রাখির দিন।

আইটিবিপি-এর মুখপাত্র জানিয়েছেন, ‘এখনও বৃষ্টি হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপদের সম্ভাবনা থাকায় এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় সাময়িকভাবে অমরনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং অস্থায়ী ব্যবস্থা করা হলে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে আবার যাত্রা শুরু হতে পারে।’

Advertisement

বিস্তারিত আসছে….