দেশের খবর
বাংলাদেশে পাচারের আগে করণদিঘী থেকে উদ্ধার উট!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোপনসূত্রে খবরের ভিত্তিতে বছরের শুরুতেই পাচার করার আগে উট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া গ্ৰাম পঞ্চায়েতের ভোপলা গ্ৰামে। বিএসএফ ও রসাখোয়া ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে উটটি উদ্ধার করা হয়।
উটটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে রসাখোয়া ফাঁড়িতে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া গ্ৰাম পঞ্চায়েতের ভোপলা গ্ৰামে গোপনসূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ ও রসোখোয়া ফাঁড়ির পুলিশ ভোপলা গ্রাম থেকে উটটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রসাখোয়া থেকে কিছুটা দূরেই বাংলাদেশ সীমান্ত।
বাংলাদেশে পাচারের জন্য কে বা কারা এই উটটিকে নিয়ে আসে। গোপনসূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিএসএফ ও রসাখোয়া ফাঁড়ির পুলিশ। তারা এসে উটটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরে। কী কারণে এই গ্রামে উটটিকে এনে রাখা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।