দেশের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
Connect with us

বাংলার খবর

দেশের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে যোগ হল আরও একটি পালক। টাইমস হাইয়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিঙে সারা দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বের মধ্যে ১৪তম স্থান পেয়েছে।

বৃহস্পতিবার টুইট করে রাজ্যবাসীকে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে এই স্বীকৃতি এসেছে। দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং সাব ক্যাটাগরি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকনমিক গ্রোথ’-এ গোটা বিশ্বের মধ্যে ১৪তম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে তিনি লিখেছেন, ‘টাইমস হাইয়ার এডুকেশন ইম্প্যাক্ট র‌্যাঙ্কিং ২০২২ অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সহায়তাপ্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে পয়েছে। তা জানতে পেরে আনন্দিত। সাব-ক্যাটাগরিতে ”ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকনমিক গ্রোথ”-এ কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ১৪তম স্থান পেয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি।’

Advertisement

আরও পড়ুন: চাহিদা তুঙ্গে, বাজারে কেন বাড়ছে পাতিলেবুর দাম জানুন…

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, কর্মী সকলকেই অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকলের অক্লান্ত, ঐক্যবদ্ধ এবং নিবেদিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আরও পড়ুন: রফতানি বন্ধ করল ইন্দোনেশিয়া, বাড়তে পারে ভোজ্যতেলের দাম

Advertisement

তবে এই প্রথম নয়, গত বছরও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হয়েছে একাধিক স্বীকৃতি। গত বছর সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় বাংলার মোট ২৬ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরার শিরোপা পাই। বিশ্ববিদ্যালয় বিভাগে চতুর্থ স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ওই বছরই পড়াশোনা শেষে চাকরি পাওয়ার নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’ অনুযায়ী ক্যাম্পাস ইন্টারভিউ থেকে পাওয়া চাকরির নিরিখে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ও। এবার আরও একটা স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Continue Reading
Advertisement