আরও বিপাকে বীরভূমের কেষ্ট, রক্ষা কবচের আবেদন খারিজ করল হাইকোর্ট
Connect with us

বাংলার খবর

আরও বিপাকে বীরভূমের কেষ্ট, রক্ষা কবচের আবেদন খারিজ করল হাইকোর্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরুপাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল। রক্ষাকবচের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। গত
১৫ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। যদিও সেওই সময় CBI দফতরে হাজিরা না দিয়ে বোলপুরের কাছাকাছি সিবিআই প্রশ্নের উত্তর দিতে চান অনুব্রত মণ্ডল।

বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে রক্ষাকবচের আবেদন প্রথমে খারিজ হয়। একক বেঞ্চের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডল। এরপর সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই রায়ের ফলে সিবিআই এর নোটিশ এর প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে। সিবিআই মনে করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে অনুব্রত মণ্ডলের আইনজীবী সূত্রে জানা যাচ্ছে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর চিন্তাভাবনা করছেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: গরু পাচার কাণ্ড: ফের অনুব্রতকে তলবের নোটিশ পাঠাল CBI

Advertisement

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে এর আগেও সিবিআই (CBI)তলব করা হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আগামী ১৪ মার্চ তাঁকে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেওয়ার কথা জানান সিবিআই কর্তারা। এর আগেও বীরভূমের এই দাপুটে নেতাকে গত ২৫ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছিল সিবিআই। যদিও প্রতিবারই কোনও না কোনও অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: সিট প্রমাণ নষ্ট করতে পারে আশঙ্কা মহম্মদ সেলিমের

জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডের ঘটনায় তৃণমূলের কেষ্টকে তলব করে সিবিআই। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপর ফের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তাঁকে তলব করার নোটিশ পাঠানো হলেও সেটিও অমান্য করেন বীরভূমের এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
এদিকে গোট ১৪ ফেব্রুয়ারি গরু পাচারকান্ডের বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাতে তৃণমূলের বেশকিছু নেতা সহ নাম জড়ায় অনুব্রত মণ্ডলেরও। আর তারপর থেকেই এই পাচার চক্রের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। 

Advertisement