মহানগর
বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, হাইকোর্টে খারিজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচার ব্যবস্থা নিয়ে সাংসদের এমন মন্তব্যে কোনও পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছে না আদালত।
জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, বিচারপতিদের সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়ে কোনও মামলার প্রয়োজন নেই। তবে জনপ্রতিনিধিদের তরফ থেকে বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের নিয়ে এই ধরনের মন্তব্য আদালত আশা করে না বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হাইকোর্টে মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
প্রসঙ্গত, শনিবার হলদিয়ার কর্মীসভায় হাইকোর্টের বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যে নিয়ে Abhishek Banerjee-এর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।
আরও পড়ুন: গেরুয়া শিবিরে বড় ধাক্কা, ঘাসফুলে যোগ ২০০ নেতা-কর্মীর
জানা গিয়েছে, হলদিয়ার শ্রমিক সভায় যোগ দিয়ে বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে তারপরই সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে কোর্টে মামলা করার জন্য সোমবার সকালেই টুইট করে এই কথা বলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।