বিচারককে শোকজ করল কলকাতা হাইকোর্ট!
Connect with us

বাংলার খবর

বিচারককে শোকজ করল কলকাতা হাইকোর্ট!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেক দিন আগে থেকেই সরকারি আধিকারিক এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার আদালতের বিচারপতির নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনি এক ঘটনার সাক্ষী থাকল রাজ্য। এই ঘটনা আলিপুরদুয়ারের। 

একটি শ্লীলতাহানির মামলার তথ্য ও নথি যাচাই না করেই অভিযুক্তকে জামিন! নিম্ন আদালতের এমন নির্দেশনামা দেখে তাজ্জব কলকাতা হাইকোর্ট। ঘটনায় আলিপুর আদালতের সংশ্লিষ্ট বিচারককে শোকজ করল কলকাতা হাইকোর্ট। এক তরুণীর শ্লীলতাহানি সংক্রান্ত মামলায় গত বছর অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিলেন আলিপুর আদালতের ওই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, নাম লেখার জন্য জায়গা ফাঁকা রেখে জামিনের রায়ের কাগজ আগে থেকেই তৈরি করে রাখা রয়েছিল। শূন্যস্থানে কলম চালিয়ে কেবল জামিন মঞ্জুর করা হয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিচারকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।