বাংলার খবর
Big Breaking: ২০১৪ টেট দুর্নীতিতেও CBI তদন্ত, ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার প্রাথমিক টেটেও CBI তদন্তের নির্দেশ। ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালে যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল তা বেআইনি বলে জানিয়ে দিল আদালত।
ওই তালিকায় নাম থাকা ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার থেকেই তদন্ত শুরু করছে সিবিআই। সোমবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি ও সচিবকে CBI এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জানা গিয়েছে, বরখাস্ত হওয়া ২৬৯ জনের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের এই মামলার শুনানি হয়।
আরও পড়ুন: অশান্তিকারীদের কাউকে ছাড়া হবে না, সর্বোচ্চ শাস্তি হবে, হুঁশিয়ারি জাভেদ শামিমের
শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, টেট উত্তীর্ণ না হয়েও কী ভাবে চাকরি করছেন? ২০১৪ সালের এই প্রাথমিক টেট পরীক্ষার পর ২০১৭ সালে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল। এই তালিকাতেই একাধিক গড়মিল রয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। তার ভিত্তিতেই ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তারা কেউই আর মঙ্গলবার থেকে স্কুলে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য নিয়ে এবার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ
অন্যদিকে এই মামলায় যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ সংক্রান্ত এই সমস্ত যাবতীয় তথ্য সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।