নবম দশম শিক্ষক নিয়োগ মামলাতেও CBI তদন্তের নির্দেশ
Connect with us

বাংলার খবর

নবম দশম শিক্ষক নিয়োগ মামলাতেও CBI তদন্তের নির্দেশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন FIR দায়ের করে তদন্ত করবে CBI। বৃহস্পতিবার FIR দায়ের করে সিবিআই। ঘটনায় শুক্রবারের মধ্যেই প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
শান্তি প্রসাদ সিনহা এবং বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে CBI।

মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোন মিটিং হয়েছিল কিনা বা মিটিং সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কিনা সেটা তদন্তসাপেক্ষে। সিবিআই চাইলে সেটা খতিয়ে দেখতে পারে। কোন রাজনৈতিক নেতাকে তদন্তের পরিধিতে আনতে কোন বাধা সিবিআই এর নেই। আদালতের সামনে শান্তি প্রসাদ সিনহা বারবার বলেছেন যে ‘উপদেষ্টা কমিটির কোন মিটিং হয়নি। তিনি নির্লজ্জের মত মিথ্যা বলেছেন।’ কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে যে, ওই কমিটির কমপক্ষে ২ টি মিটিং হয়েছিল, বা তার বেশি হয়ে থাকতে পারে এবং আরও আশ্চর্যের বিষয় যে অভিযোগ করা হচ্ছে যে মিটিংগুলি মন্ত্রীর চেম্বারে হয়েছিল।

এই মিটিংয়ে শান্তি প্রসাদ সিনহা কমিশনের চেয়ারম্যানকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন। কেন বারবার মিথ্যা বলছেন শান্তি প্রসাদ সিনহা।
সিবিআই এর সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তি প্রসাদ সিনহার বয়ান মিলছে না। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Advertisement

আরও পড়ুন: মাওবাদীদের ডাকা বাংলা বনধের আগের দিন বেলপাহাড়িতে ল্যান্ড মাইন উদ্ধার

রাজ্যকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক। যদি কোনও মিটিং হয়ে থাকে তাহলে সেটা মন্ত্রীর আপ্তসহায়কের চেম্বারে হয়ে থাকতে পারে, মন্ত্রী এবিষয়ে কিছু জানতেন না। – আবেদন সরকারি আইনজীবী। কমিশনকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক।  আদালতে আবেদন কমিশনএর। পেটে খিদে থাকলে আর পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন ? মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে মুম্বই থেকে CBI জালে ৪

Advertisement

বার কাউন্সিল প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছে সেটা খুব ভালো করে লেখা হয়েছে। কে লিখেছে আমি আন্দাজ করতে পারি। ওই লেখনী থেকে আমাদের শেখা উচিত। আমাকে বিচারপতি কারনানের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাকে হজম করতে হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি।