ঝালদা কাউন্সিলর খুনে CBI তদন্তের নির্দেশ
Connect with us

বাংলার খবর

ঝালদা কাউন্সিলর খুনে CBI তদন্তের নির্দেশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:Purulia-এর ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট  জমা দিতে বলা হয়েছে CBI কে। যদি বাড়তি সময় লাগে তখন বিবেচনা করা যাবে।

জানা গিয়েছে, গত ১৪ মার্চ নিহত কাউন্সিলরের স্ত্রী  পূর্ণিমা কান্দু অভিযোগ করে বলেন, ”IC-র ভূমিকা খুব বিস্ময়ের। অভিযোগ, প্রথমে অনুরোধের পরে হুমকি দেওয়া হয় দল ছাড়তে। সেই নিয়ে অডিও রেকর্ডিং আছে মামলাকরির কাছে। এজি বলেছেন, কিছু অডিও রেকর্ডিং io র কাছে আছে। তপন কান্দু রাজনৈতিক খুনের শিকার। CBI হয়েছে। আশাকরি বিচার পাব। তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ সুপার আইসিকে ক্লিনচিট দিচ্ছেন।’ সিবিআই হয়েছে ধরা পড়বেন IC।”  

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: CBI-এর অবস্থান জানতে চাইল আদালত

Advertisement

শুধু তাই নয়,  অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বাঁচানোর  জন্য পারিবারিক ষড়যন্ত্রের তত্ত্ব দেওয়া হয়েছিল। তদন্ত  করে সিবিআইকে ৪৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে  বলল কোর্ট। মামলার তদন্ত এখনও শেষ হয়ে যায়নি। এবার দোষীরা সবাই আমনে আসবে। দাবি করেছেন নিহত তপন কান্দুর স্ত্রী।  

আরও পড়ুন: SSC সহ ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন

এসপি পুরুলিয়া সিলভা murugan pres kore sanjib ঘোষকে ক্লিনচিট দিলেন। যেখানে তদন্ত চলছে। এসপিকে সমন করেছে ইডি কয়লা পাচার মামলায়। এই দুই ক্ষেত্রে মানুষের বিশ্বাস ও ভরসা যোগাতে তদন্ত দরকার। সুভাষ গরাইয়ের ব্যাপারটাও দেখা দরকার। এটা স্পষ্ট, স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত দরকার। রাজ্যের তদন্ত মানুষের কাছে সঠিক ভরসা দিচ্ছে না এটাও মনে করে। এসপি কে নির্দেশ, যাবতীয় নথি তথ্য সিবিআইকে দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, অভিযোগকারী ও মানুষের মনের আস্থা ফেরাতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement