বাংলার খবর
জোড়া টিকা নেওয়া থাকলেই অঞ্জলি ও সিঁদুর খেলায় ছাড়, দুর্গাপুজা নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুর্গাপূজা নিয়ে আবারও নতুন নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। আগের দিনই কলকাতা হাইকোর্ট দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলেছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশিকায় বলা হয়েছে করোনার দু’টি টিকা নেওয়া থাকলে অঞ্জলি দেওয়া যাবে।
এমনকি সিঁদুর খেলা সহ পুজোর সমস্ত রকম কাজেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। মুখে মাস্ক থাকলেও সিঁদুর খেলা এবং অঞ্জলি দেওয়া যাবে। প্যান্ডেলের বাইরে বেরোতে পারবেন না ঢাকিরা। শুধু প্যান্ডেলেই থাকবেন। বড় মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন। ছোট মণ্ডপে একসঙ্গে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে দুর্গাপুজো নিয়ে শুনানি ছিল। তারপরই আআদালত এই নয়া নির্দেশিকা জারি করল।
শুধু তাই নয়, উপাচারের সময় কারা মণ্ডপে থাকবেন, সেই নামের তালিকাও আগে থেকে উদ্যোক্তাদের তৈরি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালত আরও একবার পুজো উদ্যোক্তাদের কঠোরভাবে করোনা বিধি মানার কথা মনে করিয়ে দেন।পুজোয় বিধি নিষেধ মানা হচ্ছে না, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। তিনি বেশ কিছু বিষয় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তার ভিত্তিতে আদালত, এদিন এজিকে তলব করেন। বেলা ১২.৫৫ মিনিটের মধ্যে এজিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের পক্ষ থেকে এজি আদালতে বেশ কিছু বিষয় উল্লেখ করেন। এজি আদালতে বলেছেন, ‘আমরা নতুন কিছু বলে কাউকে বিরক্ত করছি না। তবে নো এন্ট্রি থাকবে। ডাবল ভ্যাক্সিন থাকতে হবে পূজো উদ্যোগক্তাদের।’