বাংলার খবর
কালিয়াগঞ্জ কান্ডে উপযুক্ত শাস্তির দাবীতে CBI তদন্তের মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট
মামলাকারীর দাবি, বর্তমানে রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে, এই ঘটনায় শাসকদলের নেতারা যুক্ত রয়েছে। তাই আর পুলিশি তদন্তে কোন আস্থা নেই পরিবারের। এছাড়া এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিক উচ্চ আদালত।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশি নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত কিশোরীর বাবা। ২৬ তারিখ (বুধবার) কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন তিনি। নিহত কিশোরীর বাবা জানিয়েছেন, পুলিশি তদন্তে তাঁর আস্থা নেই। তাই সিবিআই তদন্ত সহ ক্ষতিপূরণ দাবি করেছেন ।
সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, নিহত ঐ নাবালিকার পারলৌকিক কাজ মিটলে পরিবারের তরফে কালকাতায় এসে সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হবে। এরপর কালিয়াগঞ্জ মঙ্গলবার আদিবাসী ও রাজবংশীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল । খোব বেরে গিয়ে তাণ্ডবে পরিণত হয়, থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশকর্মীদের ঘরে বন্ধ করে বেধড়ক মারধর করা হয় । আর তার ঠিক পরদিন কলকাতা উচ্চ আদালতে মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন নিহত কিশোরীর বাবা।
আরও পড়ুন – কালিয়াগঞ্জে খাটের তলা থেকে টেনে বার করে পুলিশকর্মীদের পেটাচ্ছে জনতা
মামলাকারীর দাবি, বর্তমানে রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে, এই ঘটনায় শাসকদলের নেতারা যুক্ত রয়েছে। তাই আর পুলিশি তদন্তে কোন আস্থা নেই পরিবারের। এছাড়া এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিক উচ্চ আদালত। নিহত কিশোরীর বাবা আরও বলেন, সিবিআই তদন্ত হলে তবেই প্রকৃত দোষীরা শাস্তি পাবে আর তাছারা কোন সঠিক রাস্তা নেই। সাথে নিহত কিশোরীর বাবা রাজ্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেছেন।
এর আগে আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস একই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় মঙ্গলবার আদালত জানিয়েছে, মামলাটি দ্রুত শুনানি করার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। তবে নির্যাতিতার বাবার দায়ের করা মামলা দ্রুত গ্রহণ করেছে আদালত। অনুমান করা যাচ্ছে, বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হতে পারে।