খেলা-ধূলা
বিশ্বরেকর্ড গড়া বাংলা দলের কীর্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ সিএবি-এর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেঙ্গালুরুর মাটিতে দু’দিন আগেই ইতিহাস গড়েছে বাংলা রঞ্জি দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলার ৯ ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেছেন। তারমধ্যে সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার সেঞ্চুরি করেছেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড। তার সুবাদে রানের ‘এভারেস্ট’ ছুঁয়েছে বাংলা। ৭ উইকেটে ৭৭৩ রানে ডিক্লেয়ার ঘোষণা করে।
বাংলা দলেরে এই রেকর্ডকে চিরস্মরণীয় করতে এবার বিশেষ উদ্যোগ নিল সিএবি। ৭০ কোটি টাকা খরচ করে সাততারা হোটেলের মতো সেজে উঠছে ইডেন গার্ডেন্স। বদলাচ্ছে ইডেনের খোলনলচে। তৈরি হচ্ছে বিশ্বমানের আধুনিক সংগ্রহশালা। যা দেশের অন্যতম সেরা ক্রিকেট মিউজিয়াম হিসেবেই বিবেচিত হবে। আর সেই মিউজিয়ামেই দেশ-বিদেশের অসংখ্য কীর্তির সঙ্গে জায়গা পাবে বিশ্বরেকর্ড গড়া এই বাংলা দলের সকল সদস্যের স্মারক। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলা দলের এই কীর্তি জানতে পারে।
যাঁরা হাফ সেঞ্চুরি করেছিলেন, সেই অভিষেক রমন (৬১), অভিমন্যু ঈশ্বরন (৬৫), অনুষ্টুপ মজুমদার (১১৭), মনোজ তিওয়ারি (৭৩), সুদীপ ঘরামি (১৮৬), অভিষেক পোড়েল (৬৮), সায়ন শেখর মণ্ডল (৫৩), শাহবাজ আহমেদ (৭৮), আকাশদীপ (৫৩) সহ বাংলা দলের সকল সদস্যের থেকে স্মারক সংগ্রহ করবে সিএবি। তবে প্রত্যেকে তাঁদের পছন্দ মতো স্মারক যেমন ব্যাট, প্যাড, গ্লাভস, বুট, টুপি দিতে পারবেন। স্মারক নেওয়া হবে কোচ অরুণ লাল সহ কোচিং স্টাফদের কাছ থেকেও। বাংলা দলের এই কীর্তিকে চিরস্মরণীয় করে রাখতেই মিউজিয়ামে সাজিয়ে রাখা হবে দলের সকল সদস্যের সেই স্মারক। আলোয় সজ্জিত কাচের শোকেসে থাকা প্রত্যেক স্মারকের পাশে লেখা থাকবে সেই ম্যাচের ইতিহাস এবং প্রত্যেকের ব্যক্তিগত রেকর্ড। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে খেলতে ব্যস্ত থাকা বাংলা দলের প্রত্যেক সদস্যকে এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে সিএবি। তাঁরা ফিরলেই সংগ্রহ করা হবে এই স্মারক।
সিএবি সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল, বাংলা দলের এই কীর্তিকে স্মরণীয় করে রাখতে সিএবি ক্লাব হাউজের বাইরে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, দ্রাবিড় ও লক্ষ্মণদের যে বড় বড় ছবি রয়েছে, তার পাশেই থাকবে বিশ্ব রেকর্ড গড়া এই বাংলা দলের ছবি। কিন্তু যেহেতু কীর্তিমান ৯ খেলোয়াড়ের ছবি আলাদা করে দেওয়া সম্ভব নয়, তাই মিউজিয়ামেই ছবি-সহ দলের প্রত্যেকের স্মারক রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।