ইডেনে আইপিএল প্লে-অফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ সিএবি-এর, পাল্টা শুভেচ্ছা জানালেন মমতা
Connect with us

খেলা-ধূলা

ইডেনে আইপিএল প্লে-অফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ সিএবি-এর, পাল্টা শুভেচ্ছা জানালেন মমতা

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রিকেট জ্বরে কাঁপছে শহর কলকাতা। আজ ইডেন গার্ডেন্সে চলতি বছরের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গুজরাত লায়ন্স ও রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে গুজরাতের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে বাংলার দুই ক্রিকেটার মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহাকে। বুধবার, অর্থাৎ ২৫ তারিখ রয়েছে এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রায় তিন বছর পর কলকাতার মাটিতে আবার ফিরছে আইপিএল। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় নকআউটের প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই ঘরের দল কলকাতা নাইট রাইডার্স উঠতে না পারলেও এই দুই ম্যাচকে ঘিরে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। টিকিটের হাহাকার সর্বত্র।

আর এই দুই ম্যাচে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন সিএবি। তার উত্তরেই ম্যাচের আগে সিএবি-তে পৌঁছে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাও। দুটো ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ‘২৪ ও ২৫ তারিখ ইডেনে আইপিএলের দুটো প্লে অফের ম্যাচে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা আবার আইপিএলের আয়োজন করবে। এটা ক্রিকেট অনুরাগীদের কাছে খুবই আনন্দের ব্যাপার। শহরের ক্রিকেটপ্রেমীরা আবার বিশ্বের অন্যতম সেরা টি-২০ টুর্নামেন্টের স্বাদ এবং উত্তেজনা উপভোগ করার সুযোগ পাবে। এটা অত্যন্ত খুশির খবর। এর জন্য সিএবি কর্তাদের সাধুবাদ জনাই। প্লে অফের চারটে দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং সিএবি কর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করব ইডেনে দুটো ম্যাচই সফলভাবে আয়োজিত হবে।’

সোমবারই ক্রিকেটের নন্দনকাননের প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেলে ইডেনে ঢুকেই পিচ পরীক্ষা করেন সৌরভ। এরপর সাইডলাইনে জোড়া ম্যাচ নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও অন্যান্য কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতেও দেখা যায় বিসিসিআই সভাপতিকে। সোম, মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাবে না বলেই আশা প্রকাশ করেছেন সৌরভ। বৃষ্টি হলেও ম্যাচ করতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার সমস্ত রকম প্রস্তুতি নেওয়া আছে বলেই জানিয়েছেন তিনি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী। জানিয়েছেন, ‘বৃষ্টি হলেও, কোনও অসুবিধা হবে না। ম্যাচ হবে। আমরা সব রকম ভাবে প্রস্তুত রয়েছি।’

Advertisement

দীর্ঘদিন পর কলকাতায় আইপিএলের ম্যাচ হওয়ার টিকিট এর চাহিদা ক্রমশই বাড়ছে। সিভি সূত্রে জানা গিয়েছে দুটি ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফ নিশ্চিত করতেই টিকিটের চাহিদা আরও বেড়েছে। চাহিদা বাড়ায় বাড়ছে কালোবাজারিও। টিকিটের কালোবাজারি রুখতে যথেষ্ট সতর্ক পুলিশ প্রশাসনও। বৃষ্টির আশঙ্কাকে উপেক্ষা করেই আইপিএল কার্নিভালকে ঘিরে এখন সাজোসাজো রব ইডেন-সহ গোটা শহর কলকাতায়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.