বাংলার খবর
মাওবাদীদের অর্থ জোগান দেওয়ার অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার ব্যবসায়ী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাওবাদীদের অর্থ জোগান দেওয়ার অভিযোগে বুধবার দক্ষিণ কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল এনআইএ। ধৃত ওই ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। ধৃত ওই ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল তদন্তকারী দল। অবশেষে বুধবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করল এনআইএ রাঁচির একটি দল।
ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য ধৃতকে বুধবার কলকাতায় বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। রাঁচি নিয়ে গিয়ে ধৃত মহেশ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। মাওবাদীদের বিরুদ্ধে তদন্ত করার সময়ই কলকাতার ব্যবসায়ীর মাওবাদীদের টাকা পাঠানোর বিষয়টি নজরে আসে তাদের।
তারপর থেকেই এই ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইএ। তবে কত টাকা তিনি টেরর ফান্ডে দিয়েছিলেন, তা অবশ্য জানা যায়নি। কেন মহেশ আগরওয়াল জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করেতেন, কোনও চাপের মুখে পড়ে নাকি তিনি নিজেও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, কত টাকা কত দফায় দেওয়া হয়েছে, সবই জানার চেষ্টা করছে তদন্তকারীরা।