দেশের খবর
রাঁচি থেকে গ্যাংটকে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ২২ পড়ুয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাঁচি থেকে সিকিমে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ুয়া ভর্তি বাস। সিকিমের কাছে রাস্তার উপর বাস উল্টে গিয়ে আহত ২২ কলেজ পড়ুয়া।
জানা গিয়েছে, মঙ্গলবার সিকিমের গ্যাংটকের রানিপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতেরা রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া। শিক্ষামূলক ভ্রমণের জন্য কলেজ থেকে সিকিমের গ্যাংটকে গিয়েছিলেন তাঁরা।
अभी-अभी जानकारी मिली है कि शैक्षिक भ्रमण पर संत जेवियर कॉलेज राँची के बच्चों को गंगटोक ले जा रही एक बस गंगटोक के नजदीक, रानी पुल के पास हादसे का शिकार हो गयी। मैंने सिक्किम के मुख्यमंत्री @PSTamangGolay जी से बात की है। बच्चों के समुचित ईलाज की व्यवस्था की जा रही है। (1/2)
— Hemant Soren (@HemantSorenJMM) June 28, 2022
মূলত এদিন খারাপ আবহাওয়ার কারনে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন আহতদের উদ্ধার করে স্থানীয় তাদং সেন্ট্রান রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই পড়ুয়ারা। এদিকে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্টার্ড বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: গ্যাংটকে ভূমিধস, ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ হারালেন মা সহ ২ সন্তান
এদিকে সিকিমে গিয়ে রাজ্যের পড়ুয়ারা দুর্ঘটনার কবলে পড়েছেন বিষয়টি জানতে পেরেই এদিনই সিকিম প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী Hemant Soren। আহত পড়ুয়াদের সুচিকিৎসার বন্দোবস্তের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশপাশি সবাইকে যত দ্রুত সম্ভব যাতে নিজ রাজ্যে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাও করতে বলেন তিনি।
প্রসঙ্গত, ভূমিধসের কারনে ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ গেল মা সহ ২ শিশুর। সোমবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গ্যাংটকের রোংয়ে ডোকান দারা দেচিলিং এলাকায়।
সূত্রের খবর, মর্মান্তিক এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ওই বাড়ির গৃহকর্তা। তাঁর খোঁজ পেতে তল্লাশি শুরু করেছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
আরও পড়ুন: জলবন্দী জলপাইগুড়ি শহর, ঘরছাড়া একাধিক
পুলিশ জানিয়েছেন, বিমল মঙ্গর নামে এক ব্যক্তির বাড়ি সোমবার রাতে ভূমিধসে ভেঙে গিয়েছে। ঘটনায় তাঁর স্ত্রী ডোমা শেরপা (২৭) এবং তাঁদের ১০ বছর ও ৭ মাস বয়সি দুই ছেলের মৃত্যু হয়েছে। ৩ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ, প্রশাসন, দমকল, এসডিআরএফ-এর কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। ধ্বংসাবশেষ সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।