বাংলার খবর
অভিনব উপায় মৃতদেহ দাহ, খুশি স্থানীয়রা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোবরের ঘুটো দিয়ে মৃতদেহ দাহ করে তাক লাগালেন শিলিগুড়ির এক সোশ্যাল ওয়ার্কার শ্যাম মাইয়া। দীর্ঘ চল্লিশ বছর ধরে প্রায় ১৬৩৩ টি মৃতদেহ দাহ করিয়েছেন বলে দাবী তাঁর। মূলত, বিভিন্ন শ্মশান বা লোকালয়ে জ্বালানি কাঠ দিয়ে মৃতদেহ দাহ করা হয়। তাতে অনেক কাঠের প্রয়োজন হয়। সেহেতু গোবরের ঘুটি দিয়ে যদি এ ধরনের কাজ খুব সহজেই সম্ভব হয়। তাতে পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা করা সম্ভব হবে বলে তার ধারণা। এদিকে জ্বালানির জন্য অনেক গাছও কাটা পড়বে না।
তিনি বলেন ইলেকট্রিক চুল্লি এর মাধ্যমে অনেক সময় যেমন নানা সমস্যার সম্মুখীন হতে হয়। লাইন চলে গেলে থমকে যায় দাহ কাজ। পরিবারের লোকের দীর্ঘক্ষণ বসে থাকতে হয় শ্মশানে। ফলে এ ধরনের কাজে অনেক সময় ব্যহত হয়। এদিকে সেই নিশ্রিত ধোয়া থেকে বায়ু দূষণ এরও আশঙ্কা থাকে।
তবে প্রাচীন পদ্ধতি অবলম্বন করে গোবরের ঘুটো তৈরি করে খুব কম খরচে ও প্রকৃতিতে এর কোন প্রভাব না ফেলেই মৃতদেহ সৎকাজ করা সম্ভব। আর এই প্রথম তিনি এটাই করে দেখালেন জলপাইগুড়ি গোশালা শান্তি ঘাট মাড়োয়ারি শ্মশানে। তার এই কাজে খুশি স্থানীয় বাসিন্দারা।