দেশের খবর
জয়শঙ্করের জন্য বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তায় বড়সড় বাড়তি সতর্কতা কেন্দ্রের

ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের আবহে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করবেন জয়শঙ্কর। শুধু তাই নয়, তাঁর দিল্লির বাসভবনেও নিরাপত্তার বলয় আরও মজবুত করা হয়েছে।
সূত্রের খবর, বিদেশমন্ত্রীর কনভয়ে এবার থেকে থাকবে অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ি, সঙ্গে আরও বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী। এর আগে ২০২৩ সালের অক্টোবরে জয়শঙ্করের নিরাপত্তা Y থেকে বাড়িয়ে Z ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল। সেই সময় থেকেই তাঁর সঙ্গে মোতায়েন রয়েছে ৩৩ জন CRPF কম্যান্ডো, যাঁদের মধ্যে ছয়জন সশস্ত্র জওয়ান ২৪x৭ নজরদারি চালান।
কী এই Z ক্যাটাগরির নিরাপত্তা?
Z ক্যাটাগরি ভারতের তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা স্তর। এই সুরক্ষা বলয়ে জাতীয় নিরাপত্তা গার্ড (NSG), স্থানীয় পুলিশ এবং কমান্ডোদের নিয়ে গঠিত ২২ জনের একটি দল থাকে। পাশাপাশি দেওয়া হয় একটি বুলেটপ্রুফ গাড়ি ও এসকর্ট গাড়ি। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কোনও বিশিষ্ট নাগরিক যদি প্রাণনাশের হুমকি পান, তিনিও এই নিরাপত্তা পেতে পারেন।
অতিরিক্ত সতর্কতা কেন?
সম্প্রতি খালিস্তানি চরমপন্থীদের হাতে ব্রিটেনে হামলার মুখে পড়েছিলেন এস জয়শঙ্কর। পাশাপাশি পহেলগাম হামলা ও চলমান ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপটে কেন্দ্র তাঁর নিরাপত্তা আরও আঁটসাঁট করার সিদ্ধান্ত নেয়। IB-এর রিপোর্টের ভিত্তিতে তাঁর দিল্লির বাসভবনে মোতায়েন করা হয়েছে ১২ জন সশস্ত্র গার্ড, সঙ্গে ছয়জন PSO। তিন শিফটে পালা করে কাজ করছেন সশস্ত্র এসকর্ট কমান্ডোরা।
আরও পড়ুন – অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যে জওয়ানদের কুর্নিশ জানাতে পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে মোদি
বিদেশ সচিবের নিরাপত্তাও পর্যালোচনায়
শুধু বিদেশমন্ত্রী নন, একইসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নিরাপত্তাও নতুন করে খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাম্প্রতিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ হুমকির পরিপ্রেক্ষিতে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে।