আন্তর্জাতিক
বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ! প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পদ্মভূষণ সম্মানে সম্মান পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
৭৩ তম সাধারণতন্ত্র দিবসের একদিন আগে অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই বছরের পদ্মভূষণ সম্মান প্রাপকদের তালিকায় প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বাংলা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী রশিদ খান।
তবে পূর্বসূরি জ্যোতি বসুর পথে হেঁটেই পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছে, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ এর আগেপ্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যও যে সেই পথেই হাঁটবেন তা আগেই আন্দাজ করা গিয়েছিল। এবারের দ্মশ্রী সম্মান পাচ্ছেন নীরজ চোপড়া, প্রমোদ ভগৎ, বন্দনা কাটারিয়া, সঙ্গীতশিল্পী সনু নিগম। পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন প্রয়াত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর), শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকা এবং সংগীতশিল্পী প্রভা আত্রে।
পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালা, কোভ্যাক্সিন নির্মাণ সংস্থা ভারত বায়োটেকের কৃষ্ণা ইল্লা, তাঁর সহধর্মিনী সুচিত্রা ইল্লার, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, গুগুল সিইও সুন্দর পিচাই, প্রয়াত পঞ্জাবি লোকসঙ্গীত শিল্পী গুরমীত বাওয়া, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিসি, প্যারালম্পিয়ান দেবেন্দ্র ঝাজারিয়া। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নিরজ চোপড়া (ক্রীড়া), গায়ক সনু নিগম (কলা), প্রহ্লাদ রাই আগরওয়াল (শিল্প ও বাণিজ্য), সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান ও প্রযুক্তি), কালীপদ সোরেন (শিক্ষা ও সাহিত্য) এবং কাজি সিং (চারুকলা)। এবছর মোট ১২৮ জন পদ্মসম্মান পাচ্ছেন। তারমধ্যে ৪জন পদ্মবিভূষণ, ১৭জন পদ্মভূষণ ও ১০৭জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।