সীমান্তে সৌহার্দ্যের বার্তা, ভুল করে ভারতে চলে আসা যুবককে দেশে ফেরাল BSF
Connect with us

বাংলার খবর

সীমান্তে সৌহার্দ্যের বার্তা, ভুল করে ভারতে চলে আসা যুবককে দেশে ফেরাল BSF

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ-এর হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি যুবক। যদিও মানবতা ও সদিচ্ছার বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করে দেওয়া হল তাঁদের।

ঘটনাটি ঘটেছে গত ১১ মে। সেই সময় ৩৫ নম্বরের ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ানরা ভারতীয় সীমান্তে প্রবেশকারী ১ জন বাংলাদেশী যুবককে গ্রেফতার করে। আটক বাংলাদেশী ওই নাগরিকের নাম মুহাম্মদ অল আমিন (২০)। তাঁর বাবার নাম আব্দুল সালাম। ওই যুবকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার ডুমরিয়া পোস্টের গোদাগাড়ী এলাকায়। 

এদিকে সীমান্তরক্ষীদের হাতে পাকড়াওয়ের পর জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক জানায় যে, সে মুর্শিদাবাদের লালগোলায় তাঁর বোনের সঙ্গে দেখা করতে এসেছিল। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের হাতে সে ধরা পড়ে যায়।

Advertisement

আরও পড়ুন: International Nurse Day: সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ বিধায়কের

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি বিএসএফের ১১৭ ব্যাটালিয়নের। হারুডাঙ্গার সীমান্তে জওয়ানরা একজন বাংলাদেশী যুবককে ধরেন। বিএসএফ-এর হাতে আটক যুবক জানায় যে, সে গ্রু-ছাগল চরাতে চরাতে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেছে।

ওই যুবকের নাম মুহাম্মদ সুজন শেখ ( ১৮)। তাঁর বাবার নাম মুহাম্মদ সুখচেইন শেখ। বাড়ি রাজশাহী জেলার চরমজাদিয়ায়। 

Advertisement

এদিকে এই ঘটনায় বিএসএফ ওই দুই বাংলাদেশী যুবকদের সবদিক খতিয়ে দেখে তদন্ত করে মানবিক ও সদিচ্ছার ভিত্তিতে তাঁদের জিনিসপত্র সহ বর্ডার গার্ড বাংলাদেশের কাছে ফেরত পাঠিয়ে দেয়। 

আরও পড়ুন: মেয়রের নিশানায় মেট্রো কর্তৃপক্ষ, ডিজি বিল্ডিঙের নেতৃত্বে এক্সপার্ট কমিটি

এই বিষয়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখার জন্য তাদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.