Uncategorized
বাইকের ব্যাটারি থেকে এক কেজিরও বেশি অবৈধ সোনা উদ্ধার বিএসএফ-এর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাচারকারীদের পাচারের বুদ্ধির বিকাশ হচ্ছে। আর সেই কারণেই পাচারের জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছে তারা। এবার বাইকের ব্যাটারির ভিতর থেকে ১ কেজিরও বেশি অবৈধ সোনা উদ্ধার করল বিএসএফ।
৬১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ রবিবার দুপুরে হিলির হাঁড়িপুকুর সীমান্ত থেকে সোনার ১০টি বিস্কুট উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনা ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁড়িপুকুরে অভিযান চালানো হয়। তল্লাশিতে একটি বাইক আটক করা হয়৷
যদিও বাইকের মালিক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তল্লাশিতে বাইকের ব্যাটারির ভেতর থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া বিস্কুটগুলির মিলিত ওজন ১ হাজার ১৬৫.৪০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় ডিআরআই বিভাগের হাতে উদ্ধার হওয়া সোনা এবং বাইক হস্তান্তর করা হবে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত ও মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।