দেশের খবর
BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি, ২৩ দিন পর দেশে ফিরলেন পাকিস্তান থেকে

২৩ দিনের বন্দিদশা শেষে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ, মুক্তি দিল পাকিস্তান। ভারতে ফিরলেন হুগলির রিষড়ার বাসিন্দা এবং BSF-এর সাহসী জওয়ান পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের হাতে ২৩ দিন বন্দি থাকার পর অবশেষে তাঁকে মুক্তি দেওয়া হল। বুধবার সকালে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণম কুমারকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান রেঞ্জার্স।
সূত্রের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তে কর্তব্যরত অবস্থায় ভুলবশত সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। এরপর থেকে টানা ২৩ দিন ধরে তিনি পাকিস্তানে বন্দি ছিলেন।
পূর্ণমের দেশে ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাউ পরিবার। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি নিরাপদ ও সুস্থ অবস্থায় দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিস্তারিত তথ্য আসছে…