প্রাক্তনের মৃত্যুতে বর্তমান প্রধানমন্ত্রীরও একই পরিণতি দেখছে 'উল্লসিত' চিন
Connect with us

আন্তর্জাতিক

প্রাক্তনের মৃত্যুতে বর্তমান প্রধানমন্ত্রীরও একই পরিণতি দেখছে ‘উল্লসিত’ চিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আততায়ীর গুলিতে খুন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকস্তব্ধ আন্তর্জাতিক রাজনৈতিক মহল। মহীরুহের অকাল প্রয়াণে শোকের ছায়া জাপানজুড়ে।

সারাবিশ্ব যখন আবের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট বার্তা পাঠাচ্ছে ঠিক তখন, স্রোতের বিপরীতে হাঁটতে দেখা গেল প্রতিবেশী লাল চিনকে। শিনজো আবের মৃত্যুতে শোকজ্ঞাপন নয় বরং তাঁর মৃত্যুতে বিজয় উল্লাসে মেতে উঠেছেন সেদেশের জনগন। আবের মৃত্যুতে উল্লাস চিনা নেটপাড়ায়। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থা আবের মতোন হবে বলেও কটাক্ষ করেছেন চিনা নেটিজেনরা।

শুধু তাই নয়, বহু চিনা শিনজো আবের মৃত্যু কামনা করে পোস্ট করেন। এই পোস্টগুলির স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেন ‘বাদিউচাও’ নামক এক ব্যবহারকারী। তিনি অস্ট্রেলিয়ায় বসাবসরত একজন চিনা রাজনৈতিক কার্টুনিস্ট। বাদিউচাও-এর পোস্টে দেখা যায় শিনজো আবের মৃত্যু কামনা করে প্রচুর পোস্ট হয় চিনা সোশ্যাল মিডিয়াতে।

Advertisement

আরও পড়ুন: জাপানের কালো দিন! মহীরুহের অকাল প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রনেতাদের

এক ব্যবহারকারীকে আবার ‘উইচ্যাট’-এ লিখতে দেখা যায় ‘আশা করি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী এবং কোরিয়ার প্রধানমন্ত্রীরও একই পরিণতি হোক।’ এদিকে চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের তরফে এই হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টে লেখা হয়েছে – ‘জাপানে শিনজো আবের অনুগামীরা এই হত্যাকাণ্ডের ফায়দা তুলে চিন বিরোধী নীতি চালু করতে পারে। এর থেকে পূর্ব এশিয়ায় ন্যাটোর প্রবেশ হতে পারে।’

এসবের মাঝে সরকারি ভাবে চিনা সরকার এই ঘটনায় ‘স্তম্ভিত’। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বেজিংয়ে সাংবাদিকদের এই বিষয়ে বলেন, ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে চিন স্তম্ভিত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করতে চাই’।

Advertisement

প্রসঙ্গত, আগামী রবিবার জাপানের উচ্চকক্ষে নির্বাচন। তারই প্রচারে শুক্রবার রাজধানী থেকে ৪৮০ কিমি দূরে নারা শহরে প্রচারে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। দলীয় প্রার্থী কেই সাতোর সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকা গুলির শব্দে যবনিকা পতন। আততায়ীর গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন আবে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে ‘অগ্নিপথের ছায়া’ দেখছে তৃণমূল

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন তিনি। প্রয়াত হন জাপানের সর্বকনিষ্ঠ এবং দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে।

Advertisement