বিদেশের খবর
সমকামী যৌনতার লিপ্ত হওয়ার কারণে বাতিল করা হলো ব্রিটিশ রক ব্যান্ড!
কনসার্ট চলাকালীন ব্যান্ডের দুই পুরুষ সদস্য একে অপরকে মঞ্চের মধ্যেই কিস করেন জনসমক্ষে। আর এই দৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় সেখানে

বেঙ্গল এক্সপ্রেস: সমকামী নিষিদ্ধ দেশে কনসার্ট করতে গিয়ে আইন ভাঙলেন এক ব্রিটিশ রক ব্যান্ড। কনসার্ট চলাকালীন ব্যান্ডের দুই পুরুষ সদস্য একে অপরকে মঞ্চের মধ্যেই কিস করেন জনসমক্ষে। আর এই দৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় সেখানে এবং সঙ্গে সঙ্গে কনসার্ট বাতিল করে দেওয়া হয়।
আমরা কথা বলছি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে নিয়ে। মালয়েশিয়া তে সমকামী সম্পর্ক কিংবা যৌনতার লিপ্ত হওয়া কঠিনতর অপরাধ। সেই দেশের এলজিবিটি কেউ মানুষদের প্রায় সেই কর্তৃপক্ষের হেনস্তার শিকার হতে হয় এই সব কারণে। মালয়েশিয়ার গুড ওয়াইডস মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ রক ব্যান্ড দ্যা ১৯৭৫। শৌচালাকালীন ব্রিটিশ রক ব্যান্ডের লিড গায়ক ম্যাট হেলি মালয়েশিয়ার গে বিরোধী আইনে সমালোচনা করছিলেন।
আরও পড়ুন-সঙ্গীত জগতের আরেক নক্ষত্রের পতন! প্রয়াত হলেন সুরিন্দর
সমালোচনার চলাকালীন জ্বালাময় বক্তৃতার পর তিনি নিজের ব্যান্ডের বাস গিটারিস্ট রক ম্যাক ডোনাল্ড কে মঞ্চের মধ্যে কিস করেন। এবং কিস করার সময় তারা বলেন যে,” যে দেশ কার সঙ্গে যৌনতা করব তা ঠিক করে দেয়, সেখানে দ্যা ১৯৭৫ কে আমন্ত্রিত করা অর্থহীন”। এমনকি তারা এও বলেন যে, আমাদের যেতে হবে এখন, কুয়ালালামপুর থেকে নিষিদ্ধ হতে হবে আমাদের। এই বলে তারা মঞ্চ ছেড়ে চলে যান। আর সঙ্গে সঙ্গে সেই কনসার্ট ও মিউজিক ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হয়।