রাজনীতি
প্রতিদিন বিনামূল্যে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় রুটি ও সবজি! দুশোতম দিনে পা দিল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ‘অন্নপূর্ণা ভাণ্ডার’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ২০০ দিন ধরে সাধারণ গরীব ও দুস্থ মানুষের হাতে ১০ লক্ষ রুটি আর সবজি বিতরন করে অনন্য মানবিক নজির গড়লেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।
করোনা কালে রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রতিটি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গরীব, দুস্থ মানুষদের দুপুরের খাবার হিসেবে বিনামূল্যে রুটি, সবজি বিতরনের জন্য ভ্রাম্যমাণ ‘অন্নপূর্ণা ভান্ডার’ এর সূচনা করেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার সেই রুটি, সবজি বিতরণের ‘অন্নপূর্ণা ভান্ডার’ ২০০ তম দিন অতিক্রম করল। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। করোনা কালে মুখ্যমন্ত্রীর তহবিলে ২০ লক্ষ টাকা দান করা সহ ‘ফুড ফর পুওর’ কর্মসূচি করে হাজার হাজার গরীব, দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে সেবা করেছেন।
এরইমধ্যে তিনি তাঁর স্বর্গীয় পিতা তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে রায়গঞ্জ বিধানসভা এলাকার গরীব, দুস্থ মানুষদের বিনামূল্যে দুপুরের আহার হিসেবে রুটি-সবজি বিতরন কর্মসূচি ‘অন্নপূর্না ভান্ডার’ এর সূচনা করেছিলেন। বুধবার এই অন্নপূর্না ভান্ডারের দুশো তম দিনে রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের জোড়া বটতলী গ্রামে রুটি, সবজির পাশাপাশি মিষ্টি হিসেবে সুজির পায়েস বিতরন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেছেন, ‘আমার বাবা স্বর্গীয় শ্রী দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে আমরা এই মোবাইল রুটি ভ্যান চালু করেছি। আজ তা দুশোতম দিনে পা দিয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন এলাকার ৫ হাজার গরীব ও দুস্থ মানুষের হাতে রুটি ও সবজি তুলে দিই। আজ তার দুশোতম দিন উদযাপন করতে আমি এখানে এসেছি। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই পরিকল্পনাটা চলবে।’