বাংলার খবর
বাংলা আকাদেমির চেয়ারপার্সন ব্রাত্য বসু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন ব্রাত্য বসু। সদ্য প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় এই পদে আনা হল নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্য বসু ছাড়া নতুন কমিটিতে ১৩ জন আমন্ত্রিত সদস্য রয়েছেন।
আমন্ত্রিত সদস্যরা হলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। কমিটিতে সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব, অর্থ দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব।
সম্প্রতি সাহিত্য অকাদেমি পুরস্কারও পেয়েছেন ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষা মন্ত্রীকে এ বছরের সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে তাঁর ‘মিরজাফর ও অন্যান্য নাটক’ গ্রন্থটির জন্য। প্রসঙ্গত, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও ঐতিহ্যরক্ষার লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ-এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একটি অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়।