ভাইরাল খবর
রায়গঞ্জের মহিপুর থেকে গ্রেপ্তার কুমারি মায়ের প্রেমিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কয়েকদিন আগে রায়গঞ্জ জেলা হাসপাতালে সন্তানের জন্মদেন এক কুমারি মা। তার পরেই সদ্যজাতর পিতা গ্রহণ করতে রাজি নয়। শিশুর পিতৃ পরিচয় নাই এই খবর জানাজানি হয়। তারপর থেকেই এলাকার লোকজন ওই পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। পিতৃ পরিচয় বিহীন শিশু এবং কুমারি মা কে এলাকায় ঢুকতে দেবে না পরিষ্কার জানিয়েদেয়।
হাসপাতাল ছুটি দিলেও বাড়ি যেতে পারে না। হাসপাতালেই বাইরে দিন রাত কাটাতে থাকেন। এর পরেই জানতে পারা যায় কিন্তু ওই সদ্যজাতের পিতৃ পরিচয় নেই। আর সেই কারনে গ্রামে ঠাই হয় নি। সকলেই জানতে চান ওই শিশুর পিতা। কিন্তু কুমারি মা নাম প্রকাশ করতে চান নি, তিনি বলেন নাম প্রকাশ করলে কুমারি মায়ের ওপর এবং সদ্যজাতর ওপর আক্রমন আসতে পারে। সেই কারনে কেউ মুখ খুলতে চান নি। এদিকে এলাকায় ঢুকতে দিতে রাজি না। এই খবর জানাজানি হতেই নড়েছরে বসে প্রশাসন। কুমারি মায়ের দেওয়া তথ্য অনুসারে গতকাল রাত্রে মহিপুর থেকে শিশুর পিতা তথা কুমারি মায়ের প্রেমিক কে গ্রেপ্তার করে।
ওই যুবকের নাম সনাতন দাস। এই সনাতন দাস কুমারি মায়ের প্রেমিক এবং ওই শিশুর পিতা। যদিও গ্রেপ্তার হওয়ার পর সনাতন দাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। অপরদিকে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সদ্যজাত শিশু এবং কুমারি মায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।