বোল্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! মৃত্যু ২
Connect with us

Uncategorized

বোল্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! মৃত্যু ২

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বোল্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি থানার বাঞ্চাভিটা এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম মনোতোষ সাহানি (২৮) ও পঙ্কজ সাহানি (১৮)।

উভয়ের বাড়ি মাটিগাড়ার ত্রিপলিজোত এলাকায়। জানা গিয়েছে, একটি বোল্ডার বোঝাই দশ চাকার ট্রাক নকশালবাড়ি থেকে বিহারের গলগলিয়ার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি খালি ডাম্পার খড়িবাড়ির দিকে যাবার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িদুটি দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রাই প্রথম ঘটনাস্থলে আসেন। ডাম্পারের চালক ও খালাসিকে ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের দু’জনেরই। বোল্ডার বোঝাই ট্রাকের চালক ও খালাসিকে গুরুতর আহত অবস্থায় খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গাড়ি দু’টিকে হেপাজতে নিয়েছে পুলিশ।

Continue Reading
Advertisement