আন্তর্জাতিক
দায়িত্ব নিয়েই মধ্যমা বিতর্কে শিক্ষামন্ত্রী, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে ব্রিটেনে বরিসের ‘ব্রেক্সিট’! লাগাতার মন্ত্রী ও আধিকারিকদের পদত্যাগে বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা জোরালো হচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বরিস জনসন।
এদিকে বরিস জনসনের ঘনিষ্ঠ এক সাংসদ প্রতিবাদকারীদের ‘অপেক্ষা করুন এবং দেখতে’ থাকুন বলেন। যারা তাঁর পদত্যাগ দেখতে বেরিয়েছিলেন। শুধু তাই নয়য়, আন্দ্রেয়া জেনকিন্স বিক্ষোভকারী জনতাকে এড়িয়ে যান।
কারণ, তিনি এবং অন্যান্য সাংসদরা জনসনকে তাঁর পদত্যাগের বক্তৃতা দেওয়ার সময় সমর্থন করার পরে ডাউনিং স্ট্রিট ত্যাগ করেছিলেন। মিসেস জেনকিন্স চিৎকার করতে দেখা গেল, “যারা শেষ হাসে, সবচেয়ে জোরে হাসে”, তারপরে “অপেক্ষা করো এবং দেখুন”।
ব্রেক্সিট-সমর্থক এমপি, যিনি ইউরোপীয় স্ক্রুটিনি কমিটির সদস্য, তিনি প্রধানমন্ত্রীর অতি-অনুগত। মিঃ জনসন বলেছিলেন যে তিনি দুঃখিত যে তার উত্তরাধিকারী সম্মত হওয়ার পরে তিনি পদত্যাগ করবেন বলে দলকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত,বুধবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ ছিলেন জনসন। কিন্তু বৃহস্পতিবার নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিশেল ডোনেলান পদত্যাগ করেন। অর্থমন্ত্রী ঋষি সুনকের ইস্তফার পর যাঁকে সেই পদে বসানো হয়, তিনি-ও বরিসের ইস্তফার দাবি করতে থাকেন। এমনকি ঋষি সুনাকের পর নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম জাহাউই প্রধানমন্ত্রীকে সরে দাঁড়ানোর দাবি তোলেন। বিভিন্ন স্তরের মন্ত্রী ও আধিকারিক মিলিয়ে প্রায় ৫০ জনের ইস্তফার পর অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন জনসন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এবং সাজিদ জাভিদ। বৃটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষির আরও একটি পরিচয় হল, তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই।
আরও পড়ুন: অবশেষে ব্রিটেনে বরিসের ‘ব্রেক্সিট’! প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা জনসনের
এছাড়াও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন লেভেলিং আপ সেক্রেটারি মাইকেল গোভ, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী পেনি মোরডন্ট, প্রাক্তন বিদেশমন্ত্রী লিজ ট্রুস, ফরেন অ্যাফেয়ার্স চেয়ারম্যান টম টুগেনঢাট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বর্তমান অর্থমন্ত্রী নাদিম জাহাউই, মন্ত্রী জেরেমি হান্ট ও সাজিদ জাভিদ।