বনি সেনগুপ্ত অভিনীত লুঙ্গি ম্যান সিনেমার মুক্তির তারিখ পিছোল
Connect with us

বিনোদন

বনি সেনগুপ্ত অভিনীত লুঙ্গি ম্যান সিনেমার মুক্তির তারিখ পিছোল

আগামী মার্চের ৩ তারিখে মুক্তি পাচ্ছে না ইউটিউবার অসীম আক্তারের বাংলা সিনেমা “লুঙ্গি ম্যান”। সিনেমায় অভিনয় করেছেন বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা বনি সেনগুপ্ত।

Lungiman
Rate this post

ডিজিটাল ডেস্ক : আগামী মার্চের ৩ তারিখে মুক্তি পাচ্ছে না ইউটিউবার অসীম আক্তারের (Asim AkTar) বাংলা সিনেমা “লুঙ্গি ম্যান”। সিনেমায় অভিনয় করেছেন বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। শাহী বাংলা ফিল্মস (Sahi Bangla Films) এর অফিসিয়াল ফেসবুক পেজে কর্তৃপক্ষ দ্বারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে লেখা হয় অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে, যে বহুল প্রত্যাশিত চলচ্চিত্র লুঙ্গি ম্যান আগের ঘোষণা অনুযায়ী ৩ মার্চ ২০২৩ মুক্তি পাবে না ।

Boni Sengupta, Asim Aktar

তাতে কারণ দেখানো হয়েছে তাদের স্ক্রিপ্টে নাকি বড়সড় পরিবর্তন হয়েছে এবং এই কারণেই সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছেন “লুঙ্গি ম্যান” এর প্রযোজকরা। শুধু স্ক্রিপ্টে বড় পরিবর্তনের কারণেই যে সিনেমাটি প্রকাশ হচ্ছে না, এমন না তাতে তারা বলেছেন, পরিবর্তনের পর সিনেমাটি দেখার সময় দর্শকরা যেন ভালো সিনেমাটিকের অভিজ্ঞতা নিতে পারেন তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।  “লুঙ্গি ম্যান” দেখার আকাঙ্ক্ষায় অসীম আক্তারের অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য শুরু করেছে যদিও একাংশ বলছে তারা অপেক্ষায় রয়েছেন ভালো অভিজ্ঞতার জন্য।

আরও পড়ুন – তিনি থাকেন রাজপ্রাসাদে তার অট্টলিকার অন্দরমহল দেখলে আতকে উঠবেন

Advertisement