Uncategorized
ইসলামপুরে জমি বিবাদকে ঘিরে বোমাবাজি, আহত ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জমি বিবাদকে ঘিরে বোমাবাজি ইসলামপুরে। নিজেদের ছোড়া বোমা বিষ্ফোরনেই নিজেরাই গুরুতর আহত হলেন দু’পক্ষের তিন জন। আহতরা হলেন সফিকুল ইসলাম (২৯), রশিদুল মন্ডল (৪০) এবং হাপিজুল মন্ডল (৫০)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের সুখদেব মাটি এলাকার বাবলাবোনা মোড় এলাকায়।
ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, বহুদিন আগে থেকে মৃত আতর আলির সাড়ে সাত বিঘা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধে মারজান আলির সঙ্গে তাঁর দুই ভাই সেন্টু মন্ডল ও জেন্টু মন্ডলের। ওই জমি থেকে সেন্টু মন্ডল এবং জেন্টু মন্ডলের ভাগের অংশ মারজান বন্ধক দেন এলাকারিই হাপিজুল মন্ডল নামে এক ব্যক্তিকে। তারপর থেকেই বিবাদ চরমে ওঠে। রবিবার সকালে মারজানের ছেলে সফিকুল এবং রহিদুল বন্ধক নেওয়া হাপিজুলকে মারধর করতে শুরু করেন।
সেই খবর পেয়ে হাপিজুলের ভাই বিল্লাল হোসেন তাঁদের উদ্ধার করতে গেলে সফিকুল ইসলাম বোমা ছোড়েন বলে অভিযোগ। তখনই ওই বোমা ফেটে আহত হন তিনি নিজেই। পরে আরও দু’টি বোমা বিল্লালকে লক্ষ্য করে ছুড়লে জখম হন রশিদুল এবং হাপিজুল। ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনায় দু’পক্ষই দু’পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঘটনার খব পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।