জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত সামশেরগঞ্জ
Connect with us

বাংলার খবর

জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত সামশেরগঞ্জ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জমি নিয়ে বিবাদের জের। দু’পক্ষের মধ্যে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠল সামসেরগঞ্জের কাকুরিয়া এলাকা। ঘটনায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি এমনকি বোমাবাজি করারও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের কাকুরিয়া এলাকাইয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সামসেরগঞ্জের কাকুরিয়া। শনিবার মাঝরাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঝামেলায় ইট পাটকেল, লাঠি- হাসুয়ার পাশাপাশি বোমাবাজি করারও অভিযোগ উঠেছে দুই পরিবারের বিরুদ্ধে। জমি নিয়ে এই গন্ডগোলের জেরে জখমও হয়েছেন এক ব্যক্তি। বর্তমানে তিনি জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে গ্রামে বোমাবাজির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে দুপক্ষকে বোঝালে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে’, তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

উল্লেখ্য, আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। যদিও এর আগেও একই জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাকুরিয়া এলাকায়। শনিবার রাতে ফের ওই পুরোনো জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তবেচ এই ঘটনায় পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

Advertisement