বাংলার খবর
গাজোলে পরিত্যক্ত দু’টি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদহর গাজোল থানার ধর্মতলা এলাকায় দু’টি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। রবিবার সকালে ধর্মতলা মোড়ের কাছে একটি কাঠের গোডাউনের পিছনে জঙ্গলের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় দু’টি ব্যাগ। সেই ব্যাগকে ঘিরেই শুরু হয় বোমাতঙ্ক।
মুহূর্তের মধ্যেই কৌতুহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোমা থাকার আশঙ্কা রয়েছে ওই দু’টি ব্যাগে। বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। এরপরে মালদা থেকে ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড বাহিনী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জঙ্গলের মধ্যে দুটি পরিত্যক্ত ব্যাগ সকাল থেকে পড়ে থাকতে দেখা গিয়েছে।
তাঁদের আশঙ্কা সেখানে বোমা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশ প্রাথমিক তদন্ত করে সন্দেহজনক তেমন কিছু উদ্ধার হয়নি বলে জানিয়েছে। গাজোল থানার পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল হয়তো দু’টি ব্যাগে চুরির সামগ্রী বোঝাই করে ওই পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রেখেছিল। পুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায়েছে।