বাংলার খবর
শিলিগুড়িতে ট্রেনে বোমাতঙ্ক, সুটকেস থেকে উদ্ধার জামা-কাপড়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে আতঙ্কের অবসান। পরিত্যক্ত লাল সুটকেস থেকে মিলল জামা-কাপড়। রবিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায় শিলিগুড়ি জংশন স্টেশনে। আলিপুরদুয়ার-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় বোমাতঙ্ক ছড়িয়েছিল। রবিবার দুপুরে ট্রেনটি শিলিগুড়ি জংশন স্টেশনে ঢোকার পরই পরিত্যক্ত একটি লাল সুটকেস ঘিরে তৈরি হয় বোমাতঙ্ক।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ, জিআরপি, বম্ব স্কোয়াড। বাকি ট্রেন থেকে ঐ বগিটি বিচ্ছিন্ন করে পরীক্ষা চালায় রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ১টা নাগাদ শিলিগুড়ি জংশনে ঢোকে আলিপুরদুয়ার-শিলিগুড়ি প্যাসেঞ্জার। যাত্রীরা সকলে এখানেই নেমে যান। এরপর ট্রেনটি সাফাই করতে গিয়ে কর্মীদের চোখে পড়ে, D3 বগির একটি সিটের নিচে রয়েছে একটি লাল সুটকেস। কামরায় আর কোথাও কোনও সামগ্রী নেই। ফলে স্বভাবতই এই সুটকেস ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাঠানো হয় রেল পুলিশে। সঙ্গে সঙ্গে স্টেশনে পৌঁছয় জিআরপি, বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয় পরীক্ষা। ডি-৩ বগিটিকে গোটা ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় প্রথমে।
তারপর তা কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ওই বগিতে শুরু হয় পরীক্ষা। তল্লাশি শেষে ওই বগিটিকে গুলমায় নিয়ে যাওয়া হয়। রবিবার গভীর রাত পর্যন্ত আরপিএফ, জিআরপি এবং বম্ব স্কোয়াডের কর্মীরা কড়া নিরাপত্তায় রাখে ওই বগিটি। অবশেষে, রবিবার গভীর রাতে নিষ্ক্রিয় করা হয় সন্দেহজনক ওই ব্যাগটিকে। সিআইডি বম্ব স্কোয়াড ডিটোনেটর দিয়ে ওই ব্যাগটিকে নিষ্ক্রিয় করে। বিকট আওয়াজ এবং আগুনের ঝলকানি ওঠে ব্যাগ থেকে। কিন্তু ব্যাগে মেলেনি কোনও বিস্ফোরক। রেল পুলিশ, আরপিএফ এবং বম্ব স্কোয়াড জানিয়েছে, ব্যাগে ছিল জামা-কাপড়। তবুও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না রেল পুলিশ। সন্দেহজনক ওই অ্যাটাচি ব্যাগটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। ২৬ জানুয়ারির আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি শহরে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রতিটি রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থানকে। সাধারণতন্ত্র দিবসের আগে যে কোনও রকম নাশকতা রুখতে তৈরি রাজ্য পুলিশ প্রশাসন, রেল পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।