দেশের খবর
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারত-বাংলাদেশের সীমান্তের পাশের জলাশয় থেকে এক বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার হল। মালদহের বামনগোলা থানার খড়কুটা এলাকায় একটি জলাশয় থেকে এক জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। ওই বিএসএফ জওয়ানের নাম বিবেক তেওয়ারি। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে।
তিনি বিএসএফ-এর ১৫৯ নং ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে বিএসএফ-এর জওয়ানরা টহলদারির সময় জলাশয়ে ওই জওয়ানের দেহ দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হলে ক্যাম্পের মেডিক্যাল টিম তাঁকে মৃত বলে ঘোষণা করে। বিএসএফ-এর অনুমান, ওই জওয়ানকে খুন করে জলে ফেলে দিয়েছে পাচারকারীরা। প্রচণ্ড কুয়াশা পড়ায় সীমান্তজুরে পাচারকারীদের উপদ্রব বেড়েছে।
অনেক সময় পাচারকারীরা বিএসএফ-এর কাছে বাধাপ্রাপ্ত হলেই বিএসএফ-এর ওপর চড়াও হয়। সোমবার পাচারকারীদের হাতে প্রায় ১৯ জন পুলিশ কর্মী আহত হন। খড়কুটা এলাকার সীমান্তে জলাশয় থাকায় কোনও কাঁটাতারের বেরা নেই। ওই জলাশয় থেকে ওই জাওয়ানের দেহ উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে, পাচারকারীদের হাতে খুন হয়েছেন ওই বিএসএফ জওয়ান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।