বাংলার খবর
উচ্চমাধ্যমিকে রিভিউ-স্ক্রুটিনির নিয়মে বড়সড় পরিবর্তন আনল সংসদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার উচ্চমাধ্যমিকে রিভিউ এবং স্ক্রুটিনির নিয়মে বড়সড় পরিবর্তন আনল সংসদ। এবার সব বিষয়েই স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগে যেকোনো দু’টি বিষয়ে রিভিউ করার আবেদন করতে পারত পড়ুয়ারা। এবার সেই নিয়মেই বদল আনতে চলেছে সংসদ। আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে একমাত্র অনলাইন মাধ্যমে। অফলাইনে কোনও রিভিউ এবং স্ক্রুটিনি হবে না বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড। তবে আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবেন না। তেমনটা করলে জটিলতা বাড়তে পারে। রেজাল্ট পেতেও দেরি হতে পারে বলে জানিয়েছে বোর্ড। আরটিআইয়ের সময় উত্তরপত্রের ফটোকপির জন্যও আবেদন করা যাবে বলে জানিয়েছে সংসদ।
গত ১০ জুন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। প্রায় ৮২ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় পাস করতে পারেনি। তারপরই রাজ্যজুড়ে অকৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেছে। ফলাফল নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করেছে। ঠিকভাবে খাতা দেখা হয়নি ও ভুল নম্বর দেওয়ার অভিযোগ তুলেছে তারা। যদিও সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার মূল্যায়নে কোনও ভুল হয়নি।
তারপরও স্ক্রুটিনি এবং রিভিউয়ের নিয়মে বড়সড় পরিবর্তনের পথে কেন হাঁটতে চলেছে সংসদ? তাহলে কি পড়ুয়াদের এই আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সংসদ? এই প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থ ও স্বচ্ছতার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘এবারের উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে ১১.৫৬ শতাংশ। প্রায় ৮০ হাজারের কাছাকাছি ছাত্র-ছাত্রী পাস করতে পারেনি। এবার ফলাফল অন্যান্য বারের তুলনায় খুবই ভালো হয়েছে। সেরা দশে ২৭২ জন রয়েছে। পরীক্ষা দিলে কেউ না কেউ তো ফেল করবেই। এতে আমাদের কিছু করার নেই। গতবার পরীক্ষা হয়নি। তাতে পাস করানো হয়। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবেই। কোনও অভিযোগ থাকলে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রিভিউ ওপেন করছি। খুটিয়ে দেখব। পাশ করার মতো অবস্থায় থাকলে, নিশ্চয়ই করবে।’