চন্দননগর পুরসভা নির্বাচনেও বিজেপির ভোটে ধস
Connect with us

বাংলার খবর

চন্দননগর পুরসভা নির্বাচনেও বিজেপির ভোটে ধস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  চন্দননগর পুরনিগমে বড় জয় পেয়েছে তৃণমূল। তবে এবারের পুরভোট মোটেই ভালো হলো না বিজেপির কাছে। কার্যত চন্দননগরে একেবারে তৃতীয় স্থানে নেমে গেল গেরুয়া শিবির। বরং উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা। কিন্তু এত সহজে এই রায় মেনে নিতে পারেনি বিজেপি। তাই সোমবার দুপুরে যখন জয়ী তৃণমূল প্রার্থীরা চন্দননগরের গণনা কেন্দ্রে শংসাপত্র নিচ্ছেন, তখন তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ তুলে চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল করে তৃণমূলের বিরুদ্ধে জেলাশাসকের দফতরে তারা স্মারকলিপি জমা দেয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত চন্দননগর পুরসভায় ৩২টি ওয়ার্ডে প্রায় লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন। দেখা যাচ্ছে তৃণমূল ৬২ হাজারের বেশী ভোট পেয়েছে। সেখানে বামেরা পেয়েছে ৩০ হাজারের কিছু বেশি ভোট। সে জায়গায় বিজেপির প্রাপ্ত ভোট মাত্র ১০ হাজার। চন্দননগরের ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি চতুর্থ হয়েছে। একমাত্র ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভোট করানো হয়েছে। যদিও এই অভিযোগকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না চন্দননগরের তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। তবে চন্দননগর পুরনিগমের এই ফলাফল গেরুয়া শিবিরের অস্বস্তি যে বাড়িয়ে তুলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।