ভাইরাল খবর
আরও বাড়তে চলেছে বিজেপির গোষ্ঠী কোন্দল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিগত কয়েকদিন যাবত ব্যাপক আলোচনা চলছে গেরুয়া শিবিরের চড়ুইভাতি নিয়ে। কার্যত বঙ্গ বিজেপি শিবির যে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে গিয়েছে, তা এখন অত্যন্ত স্পষ্ট। আর এই বিভাজনের পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে একের পর এক বনভোজনে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ নেতাদের নিয়ে।
গোবরডাঙা, বনগাঁর পর এবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরের ষষ্ঠীতলায় আবার একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, এই বনভোজনের আয়োজন করেছেন শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর। তবে শোনা যাচ্ছে, এই চড়ুইভাতিতে গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ নেতাদের অনেকেই উপস্থিত থাকবেন।
নাম উঠে এসেছে জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিরও। দু’জনকেই শালবন ইতিমধ্যেই বরখাস্ত করেছে বিজেপি আর সেই নিয়ে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছেন জয়প্রকাশ ও রীতেশ। আপাতত বিক্ষুব্ধ নেতাদের এই চড়ুইভাতি অনুষ্ঠান কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে গেরুয়া রাজনীতিতে, সেটাই দেখার। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর সিএএ চালু করার দাবি জানিয়েছেন।