দেশের খবর
বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ! পুরভোটে বিশাল জয়ে বিরোধীদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটেও তৃণমূলের সুনামি অব্যাহত। ১৪৪টির মধ্যে ১৩৪ আসনে জিতে বিপুল জনসমর্থন নিয়ে কলকাতা কর্পোরেশন নিজেদের দখলে রাখল তৃণমূল। দলের বিশাল জয় নিশ্চিত করেই মঙ্গলবার দুপুরে অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
যাওয়ার আগে দলের এই বিশাল জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কলকাতার মানুষ উৎসবের মতো করে ভোট দিয়েছেন। এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। এই জয় মা মাটি মানুষের জয়। এই জয়কে আমরা কলকাতার সমস্ত নাগরিককে উৎসর্গ করছি।’ এরপরই বিরোধীদের কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গিয়েছে।’ কামাখ্যা যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ২৩ ডিসেম্বর মেয়র নির্বাচন করা হবে। মহারাষ্ট্র ভবনে সমস্ত জয়ী প্রার্থীদের সঙ্গে মিটিং করে নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।’ কলকাতা পুরসভার মেয়র হওয়া নিয়ে একাধিক নাম তৃণমূলের অন্দরে ঘোরাফেরা করছে। তার মধ্যে সবার আগে রয়েছেন বিদায়ী মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী সাংসদ মালা রায়ের নামও শোনা যাচ্ছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই জল্পনার অবসান ঘটবে বলে মঙ্গলবার দুপুরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।