বগটুই হত্যাকাণ্ড: বীরভূম পুলিশের কললিস্ট চেক করা উচিত দাবি সুকান্তের
Connect with us

বাংলার খবর

বগটুই হত্যাকাণ্ড: বীরভূম পুলিশের কললিস্ট চেক করা উচিত দাবি সুকান্তের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত সোমবার বগটুই হত্যাকান্ডের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। শুক্রবারই ঘটনার তদন্তভার সিটের হাত থেকে সরিয়ে নিয়ে CBI-এর হাতে তুলে দিয়েছে Calcutta High Court। আর তারপরই কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর আস্থা আছে বলে জানিয়েছে বিজেপি,কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি।

এদিন সিবিআই তদন্ত প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ”বীরভূমের জেলা পুলিশ আধিকারিকদের মোবাইলের কললিস্ট চেক করা উচিত সিবিআইয়ের। তাহলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। কার নির্দেশে এত বড় ঘটনা ঘটেছে।” এদিন বালুরঘাটে একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: বিবাদ ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে আগ্রহী, পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Advertisement

এদিন দক্ষিণ দিনাজপুরের কুশমনডি বিধানসভার বিজেপি কর্মীদের সঙ্গে দুপুরে একটি কর্মীসভা করেন সুকান্ত মজুমদার। এরপর বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বালুরঘাট শহর মন্ডল বিজেপি কর্মীদের সঙ্গে একটি কর্মী বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার রামপুরহাট হত্যালীলা প্রসঙ্গে উক্ত বক্তব্য জানান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, “পুলিশ দিয়ে তদন্ত করানো মানে গুরুত্বপূর্ণ নথিকে চাপা দেওয়া। যেমন করে লাল ডায়েরি সারদা মামলায় তার কোনও হদিশ পাওয়া যায়নি।” মুখ্যমন্ত্রীর নির্দেশে আনারুলকে গ্রেফতার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ”আনারুল কে গ্রেফতার করা মানে তথ্য প্রমান লোপাট করা।”

অন্যদিকে রামপুরহাট হত্যাকাণ্ডের ঘটনায় এ কে সিং-এর নেতৃত্বে সিবিআই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি থ্রি-ডি স্ক্যানার দিয়েও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে শনিবারের পর রবিবারও রামপুরহাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ থেকে করা হবে বয়ান রেকর্ড। বয়ান রেকর্ড করতে ইতিমধ্যে রামপুরহাট হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে CBI দল।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: তদন্তভার CBI-এর হাতে যেতেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল মামলাকারীদের

Advertisement

বগটুই হত্যকাণ্ডে জখমদের বয়ান নেওয়া হবে আজ। এছাড়াও ঘটনায় আনারুলের ভূমিকা কি ছিল তাও জানা হবে। এদিকে বয়ান নিতে রামপুরহাট মেডিক্যাল কলেজে যাচ্ছেন CBI-এর তিন মহিলা অফিসারও। আহত ছাড়াও বয়ান রেকর্ড করা হতে পারে স্বজনহারাদের। এছাড়াও মর্মান্তিক এই হত্যালীলায় পুলিশের কাছে CCTV ফুটেজ চাইল সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে সেই ফুটেজ গ্রামবাসীদের দেখানো হবে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। ৭ দ্বগ্ধ দেহ মেলা বানিরুল শেখের বাড়িতেও ফরেনসিক টিম।