তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙ্গন, পদ্ম শিবিরের একাধিক নেতা-কর্মী যোগ দিলেন শাসক দলে
Connect with us

দেশের খবর

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙ্গন, পদ্ম শিবিরের একাধিক নেতা-কর্মী যোগ দিলেন শাসক দলে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নতুন বছরের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে ব্যাপক ভাঙন। করনদিঘী ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের এবং করনদিঘী পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

\শনিবার করনদিঘী হাইস্কুল মাঠে আয়োজিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে দলত্যাগী বিজেপি নেতৃত্বর হাতে ঘাসফুলের পতাকা তুলে দিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং করনদিঘীর বিধায়ক গৌতম পাল। বিজেপি থেকে মানুষের জন্য কোনও কাজ করা যাচ্ছে না। একমাত্র তৃণমূল কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে জানিয়েছেন দলত্যাগী বিজেপি নেতৃত্ব। বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের দুই বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার পরই উত্তর দিনাজপুর জেলায় হুরমুড়িয়ে ভেঙে পড়েছে বিজেপির গড়।

বিজেপির দখলে থাকা একের পর গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যের পর হাজার হাজার বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগদান করে চলেছেন। এবার করনদিঘী ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি নেতৃত্বরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপির এই গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা দল ছাড়ায় বিজেপি দলে যে ধস নেমে এসেছে তা বলাই যায়। দলত্যাগী বিজেপি নেতারা জানিয়েছেন, ‘বিজেপির সংগঠনের আজ যা অবস্থা, তাতে সেই দলে থেকে কোনও কাজ করা যাচ্ছিল না। তাই মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।’

Advertisement