ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ পদ্ম সমর্থক
Connect with us

বাংলার খবর

ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ পদ্ম সমর্থক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়াতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিপদ সুর, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ-সহ আরও অনেকে।

ওই যোগদান সভায় বিজেপি ছেড়ে রগড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নির্বাচিত পঞ্চায়েত সদস্য, ৬০ বিজেপি নেতৃত্ব ও দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য রামচন্দ্র গিরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের সঙ্গে রবিবার আরও ৫০০ জন বিজেপি কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর এলাকার বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজেপি ছেড়ে বহু মানুষ প্রতিদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি তাঁদের সকলকে স্বাগত জানান এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, মানুষকে বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যাবে না।

তাই যারা ভুল বুঝিয়ে লোকসভা নির্বাচনে ভোট নিয়েছিল সেই বিজেপিকে জঙ্গলমহলের মানুষ বিধানসভা নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য রামচন্দ্র গিরি বলেন, ‘যাদের কোনও কিছু ঠিক নেই, সেই দলে থেকে কী করব। একটা দলের গোষ্ঠীর গোষ্ঠী রয়েছে। তাই কোন গোষ্ঠীর কথা শুনে বিজেপিতে থাকব। যাদের কোনও কাজ করার ক্ষমতা নেই সেই দলে থেকে কী লাভ। তাই রগড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য, কর্মী ও সমর্থক এবং নেতাদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই রগড়া গ্রাম পঞ্চায়েতে একটি আসনেও বিজেপি প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাবে না।’

Advertisement