দেশের খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরামর্শ চেয়ে মমতা, অখিলেশদের ফোন রাজনাথ সিংয়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন। শাসক-বিরোধী দুই পক্ষই জোর কদমে প্রার্থী বাছাইয়ের কাজে নেমে পড়েছে। বুধবারই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দেশের ১৭টি বিরোধীদলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও তিনি প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত বিরোধীদল সিদ্ধান্ত নিয়েছে, সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীই দেওয়া হবে। এবং বিকল্প হিসেবে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে।
পিছিয়ে নেই বিজেপিও। সূত্রের খবর, বিরোধী শিবিরের বৈঠক শুরু হওয়ার আগেই বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শও চান তিনি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, বিরোধী শিবিরের আরও নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও রাজনাথ সিং ফোন করেছিলেন বলে জানা গিয়েছে।
বিজিবি সূত্রে খবর, রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রার্থী নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই এদিন রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেছিলেন। জানা গিয়েছে, এদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনাথ সিং পরামর্শ চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারপক্ষ আগে নাম জানাক, তারপরই মন্তব্য করবেন। মল্লিকার্জুন খাড়্গেও নাকি একই কথা বলেছেন রাজনাথ সিংকে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরামর্শ চাইলে বর্ষীয়ান কংগ্রেস নেতা তাঁকে পাল্টা বলেন, সরকার কাদের কাদের প্রার্থী হিসাবে ভাবছে? রাজনাথ অবশ্য সে বিষয়ে কিছু জানাতে পারেননি। খাড়্গে আবার জানতে চান, বিরোধীরা যদি সর্বসম্মতিক্রমে কোনও প্রার্থীর নাম প্রস্তাব করে, তাহলে কি সরকার সেই প্রস্তাব মানবে? সে নিয়েও রাজনাথ কোনও সদুত্তর এখনও দিতে পারেননি বলেই জানা গিয়েছে।