রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সাংসদদের ডিনারের আমন্ত্রণ মোদি-শাহের
Connect with us

দেশের খবর

রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সাংসদদের ডিনারের আমন্ত্রণ মোদি-শাহের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতে গোনা আর মাত্র ৫ দিন পর রাষ্ট্রপতি নির্বাচন। রাইসিনা হিলের উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মু। তার আগে শনিবার রাতে সমস্ত বিজেপি সাংসদদের ডিনারে নিমন্ত্রণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা।

সূত্রের খবর, সমস্ত সাংসদদের শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংসদের মিলনায়তনে বৈঠকের জন্য দিল্লি পৌঁছতে বলা হয়েছে। যেখানে তাঁদের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হবে। একই ভাবে পরের দিন, জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সমস্ত সাংসদ এবং মন্ত্রীদের একই ধরণের বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে।

বিজেপি নেতৃত্বাধীন জোট দ্রৌপদী মুর্মুকে পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। অন্যদিকে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে সোমবার তাঁর নির্বাচন নিশ্চিত বলে মনে করছে বিজেপি সরকার। শুধু তাই নয়, আদিবাসী সম্প্রদায় থেকে একজন মহিলাকে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করে, বিজেপি জাতীয় রাজনীতিতে ব্যাপক সমর্থন পেয়েছে।

Advertisement

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-মুম্বই, তিন রাজ্যে বর্ষার বলি ১৮

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে যশবন্ত সিনহাকে সমর্থন করলেও ক্ষমতাচ্যুত হতেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনার দল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছে। দ্রৌপদী মুর্মু দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনিই হবেন প্রথম আদিবাসী মহিলা যিনি রাষ্ট্রপতি হচ্ছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা-নিম্নমানের খাবার পরিবেশন! শোকজ নোটিশ ফুড ইন্সপেক্টরকে

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনী সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লির জাতীয় রাজধানী শাসিত অঞ্চল এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল সহ সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত। কম ভোটপ্রাপ্ত প্রার্থীদের পছন্দ অনুসারে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া হয়, যাদের মধ্যে একে একে বাদ দেওয়া হয়। প্রতিটি এমপির ভোটের মূল্য নির্ধারিত হলেও, বিধায়কদের ভোটের মূল্য তাদের রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে আলাদা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.