বাংলার খবর
সরকারের অস্বস্তি বাড়িয়ে রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ময়নাগুড়ির দোহমহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার আসল কারণ খুঁজতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। কিন্তু দুর্ঘটনার কারণ খুঁজতে সিবিআই তদন্তের দাবি জানালেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদ বৃহস্পতিবার রাতে ফেসবুকে লিখেছেন, ‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে, ভাই নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা। সিবিআই তদন্ত প্রয়োজন।’ রূপা গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য দলকে আবারও বিরম্বনা ও অস্বস্তিতে ফেলে দিল, তাতে কোনও সন্দেহ নেই। এই প্রথম নয়, এর আগেও একাধিক বিরোধী মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন রূপা। কলকাতা পুর নিগমের নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রূপা।
যদিও রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে রূপা বলেছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু বলছি না। এই দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী ও রেলমন্ত্রক কখনই দায়ী নয়। দুর্ঘটনার সময় কার গাফিলতি ছিল তা জানতেই নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। সেই কারণেই সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত। এর পিছনে কার গাফিলতি রয়েছে সেটা তদন্ত করে দেখা অবশ্যই দরকার। রেলের রিপোর্টের থেকে মানুষ সিবিআই তদন্তের ওপরই বেশি ভরসা রাখে।’