'বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত টাকা লাভ হয়েছে', শ্বেতপত্র প্রকাশের দাবি দিলীপের
Connect with us

মহানগর

‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত টাকা লাভ হয়েছে’, শ্বেতপত্র প্রকাশের দাবি দিলীপের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  নিউটাউনের EcoPark-এ প্রাতঃভ্রমণে এসে শুক্রবার ফের রাজ্যের শাসক দলকে একহাত নিলেন BJP-এর সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষ। 

এদিন সকালে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর, হুগলি শিল্পাঞ্চল বন্ধ, কিন্তু রাজ্যে বিশ্ববাণিজ্য সম্মেলন হচ্ছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”আমরা সেটাই জানতে চেয়েছিলাম। একটা শ্বেতপত্র প্রকাশ হোক যাতে দুটো বিষয় থাকবে। গত পাঁচটা বিজনেস সম্মেলনে কত টাকা ইনভেস্ট হয়েছে? কত চাকরি পেয়েছে সরকারের কত লাভ হয়েছে? কত শিল্প বন্ধ হয়েছে। গত ১০ বছরে তাতে কত শ্রমিক বেকার হয়েছে কেন বিদ্যুৎ সারপ্লাস হচ্ছে বাংলায় যেখানে সব জায়গায় বিদ্যুৎ কম সেখানে কেন শিল্প হচ্ছে না?  সেটা না জানলে এই শিল্প সম্মেলন এর কোনও মূল্য নেই। শুধু শুধু গরিব মানুষের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ হচ্ছে।” 

আরও পড়ুন: গুরুত্ব হারাচ্ছেন দলে, নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ক্ষোভ BJP-এর অন্দরে

Advertisement

 মুকুল রায়কে বিধানসভায় ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”আমরা দাবি করেছি একটা নয় একাধিক ঘটনা হচ্ছে। গত বিধানসভার সিপিএম কংগ্রেস থেকে বহু লোক তৃণমূলে গিয়েছে। তাঁরা কেস লড়েননি ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু গণতন্ত্রের স্বার্থে এ লড়াইয়ে যেভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আগামী দিনের জন্য চিন্তার বিষয় তার বিচার হওয়া উচিত।”

আরও পড়ুন: আট স্তম্ভের ওপর দাঁড়িয়ে রাজ্যের উন্নয়ন, শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, ”তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জাহাঙ্গীরপুরে যাচ্ছে কিন্তু বাঁকুড়ায় কে যাবে সেখানে সাম্প্রতিক হিংসা হয়েছে ইটপাটকেল মারা হয়েছে, শিবপুরে হয়েছে, ইসলামপুরে হয়েছে সেখানে কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যাচ্ছে না বলে তিনি প্রশ্ন তোলেন।” দিল্লিতে যথেষ্ট যোগ্য লোক আছে তারা করে নেয় যারা করেছে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের কলার ধরে কোমর ধরে নিয়ে গেছে। পশ্চিমবাংলায় দৃশ্য কবে দেখবো যারা সমাজবিরোধী খুনখারাপি করছে তাদের কোমরে দড়ি কবে পড়বে? পুলিশের দম আছে কি বা সরকারের সদিচ্ছা আছে কি বলেও এদিন তিনি প্রশ্ন তোলেন। 

Advertisement